Bangla
2 days ago

শাহবাগ মোড়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় তারা শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিলে চারপাশ থেকে আসা যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মোড় ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। 

শেয়ার করুন