Bangla
3 days ago
শাহবাগ থানা ঘেরাও, সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন। তারা হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
শুক্রবার (১৬ মে) দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা এবং ঘেরাও কর্মসূচি পালন করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, তারা শিক্ষার্থীদের দাবি শুনেছেন এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।