শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো পুলিশ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর শাহবাগ থানার সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
এ সময় অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা।
পরে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.