প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
যাত্রী সেজে পেটে ইয়াবা বহনের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোছন আহমদ (৬০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (১৬ মে) তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, হোছন কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে বলাকা ভবনের পাশে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করে।
এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তু ধরা পড়ে। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে সেগুলো বের করা হয়। প্রতিটি পোটলা কসটেপে মোড়ানো ছিল এবং সবমিলিয়ে ২,৮২০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, হোছন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।