Bangla
7 months ago

সাইবার নিরাপত্তা আইনে রাখাল রাহার বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান, যিনি রাখাল রাহা নামেও পরিচিত, তার বিরুদ্ধে করা সাইবার নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, এর একদিন আগে (২১ মে) সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। রাখাল রাহার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেটি সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় করা হয়েছিল। কিন্তু নতুন অধ্যাদেশে এই ধারাগুলো রাখা হয়নি। ফলে মামলাটি খারিজ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, পুরোনো আইনের যেসব ধারা নতুন আইনে অন্তর্ভুক্ত হয়নি, সেই সব ধারায় দায়ের করা মামলাগুলোও বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বাদী হয়ে এ মামলা করেন।

শেয়ার করুন