Bangla
2 days ago

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ তুলে নিল ছাত্রদল

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্তে অবহেলার অভিযোগ তুলে রোববার বিকেলে শাহবাগ মোড়ে অবরোধ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) শত শত নেতা-কর্মী।

বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই অবরোধ চলে প্রায় দুই ঘণ্টা। বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে সাম্যর হত্যার বিচার দাবি করে স্লোগান দেন নেতাকর্মীরা। সমাবেশে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বক্তব্য দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তারসহ দাবিগুলো না মানা হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল এই বিক্ষোভের ঘোষণা দেয়। 

শেয়ার করুন