প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গ্রেফতার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তামিমের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনও জানা যায়নি।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে তামিম হাওলাদার একজন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।