Bangla
8 days ago

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অনেক নথি পুড়ে গেছে: রাষ্ট্রপক্ষ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ৫ আগস্ট ডিবি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন, হাইকোর্টে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তিনি এই তথ্য উপস্থাপন করেন। যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত অগ্রগতি প্রকাশ করেননি।

আদালতে তিনি জানান, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্তে কিছু অগ্রগতি হয়েছে, তবে সম্পূর্ণ তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। এজন্য তিনি নয় মাস সময় চাইলেও আদালত আগামী ছয় মাসের সময় বেঁধে দেন।

রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার প্রেক্ষিতে হাইকোর্টের বেঞ্চ ছয় মাসের সময় বৃদ্ধির আদেশ দেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির।

উল্লেখ্য, এর আগে গত ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিশ্চিত করতে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটিতে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার প্রতিনিধি, সিআইডি এবং র‌্যাবের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। 

শেয়ার করুন