প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দক্ষিণ ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সকে পৃথককারী আটলান্টিক মহাসাগরের প্রণালী ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন দুই বাংলাদেশি।
এর মধ্য দিয়ে গত ৩৭ বছরে প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে তারা এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।
এই কৃতিত্ব অর্জনকারী দুজন হলেন সাবেক বিকেএসপি সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
তারা মঙ্গলবার যুক্তরাজ্যের সময় অনুযায়ী রাত ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) সাঁতার শুরু করেন এবং ৩৩.৪ কিলোমিটার দূরত্ব ১২ ঘণ্টা ২০ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রমে সফল হন।
তাদের এই অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহায়তা করেছে।
প্রথম বাংলাদেশি (তৎকালীন পূর্ব পাকিস্তানি) এবং প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ব্রজেন দাস। তিনি পরবর্তীতে আরও পাঁচবার এই চ্যানেল অতিক্রম করেন।
দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণজয়ী মোশাররফ হোসেন ১৯৮৮ সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।