শাপলা চত্বরের গণহত্যার বিচারে ৫ মে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত নৃশংস গণহত্যার বিচার দাবিতে আগামী সোমবার (৫ মে) সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৩ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন ২০১৩ সালের ৫ মে রাতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হয়।
ছাত্রশিবিরের দাবি, ওই দিনকার ঘটনাটি ছিল রাষ্ট্রীয় নিপীড়নের নিকৃষ্ট উদাহরণ, যা আজও বিচারহীনতার কলঙ্ক হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে এ বিষয়ে সচেতন করার লক্ষ্যেই মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, ৫ মে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে স্থানীয় শাখাগুলোর উদ্যোগে নির্ধারিত সময় অনুযায়ী এই কর্মসূচি পালন করা হবে।