‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করায় ইসির ব্যাখ্যা চায় এনসিপি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজনৈতিক দলের জন্য নতুন চারটি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি), যার মধ্যে একটি হলো ‘শাপলা কলি’। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা কেবল ‘শাপলা’ প্রতীকই চায়।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক দাবি করে আসছে। কিন্তু তখন ইসি বলেছিল, ‘তালিকায় শাপলা নেই, তাই দেওয়া যাবে না’। এখন তারা কীভাবে ‘শাপলা কলি’ প্রতীক হিসেবে যুক্ত করল, তা পরিষ্কারভাবে জানাতে হবে।”
ইসি নতুন চারটি প্রতীক সংযোজন করে গেজেট প্রকাশ করার পরপরই এনসিপি নেতা এ প্রতিক্রিয়া জানান।
‘শাপলা কলি’ প্রতীক পেলে তা গ্রহণ করবেন কি না— এমন প্রশ্নের উত্তরে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “ইসি কোন মানদণ্ডে ‘শাপলা কলি’ প্রতীক তালিকায় যুক্ত করেছে, তা আমাদের জানতে হবে। নতুন প্রতীকগুলো নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। এখনো সে বিষয়ে আলোচনা হয়নি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিসহ দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের পর এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়।
নির্ধারিত সময়ে প্রতীক না বেছে নিয়ে এনসিপি বিধি সংশোধনের দাবি তোলে এবং ‘শাপলা’ প্রতীক চায়। কিন্তু ইসি জানায়, প্রতীক তালিকায় না থাকায় শাপলা দেওয়া সম্ভব নয়।
এ অবস্থায় এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন, অন্যথায় ইসির বিরুদ্ধে আন্দোলনে নামবেন।
গত রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক না পেলে এনসিপি রাজপথে কর্মসূচিতে যাবে এবং সেই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও অংশ নেবে।”
সারজিস আলমসহ এনসিপি নেতাদের এমন অবস্থান ও হুঁশিয়ারির মধ্যেই বৃহস্পতিবার ইসি নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রতীক তালিকা সংশোধন করে ১১৫টি প্রতীক করা হয়েছিল, কিন্তু তাতে শাপলা অন্তর্ভুক্ত ছিল না।
সর্বশেষ সংশোধনে নতুন চারটি প্রতীক—‘শাপলা কলি’, ‘সিঁড়ি’, ‘হ্যান্ডশেক’ ও ‘সূর্যমুখী’—যোগ হওয়ায় এখন প্রতীকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.