Bangla
7 days ago

'শাপলা' প্রতীক তফসিলভুক্ত নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় ফুল ‘শাপলা’কে আর নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দলই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না।

সম্প্রতি গণ–অভ্যুত্থানের তরুণদের গড়া রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ দলীয় নিবন্ধনের জন্য আবেদন করে এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে। তাদের তালিকায় আরও রয়েছে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’। অপরদিকে, ‘নাগরিক ঐক্য’ দলীয় প্রতীক হিসেবে ‘কেটলি’ পেলেও পরবর্তীতে প্রতীক পরিবর্তনের আবেদন করে তারা ‘শাপলা’ ও ‘দোয়েল’ চাই বলে জানায়।

তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ বলেন, জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে ‘শাপলা’কে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। অতীতেও এই প্রতীক কোনো দলকে দেওয়া হয়নি।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সংখ্যা ১০০–এর বেশি করার পরিকল্পনা করছে ইসি। শিগগিরই প্রতীকের সংশোধিত তালিকা ভেটিংয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে।

শেয়ার করুন