
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মিয়ানমার সরকার শিগগিরই সাড়ে ৫ লাখ রোহিঙ্গার নাম যাচাই-বাছাই শুরু করবে বলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ-এর সঙ্গে তার বৈঠক হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, "মিয়ানমার কর্তৃপক্ষ প্রত্যর্পণ উপযুক্ত আড়াই লাখ রোহিঙ্গার মধ্যে এক লাখ ৮০ হাজার জনকে চিহ্নিত করেছে।"
এছাড়া বাকি ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে বলে জানান তিনি, এবং এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার যৌথভাবে আলোচনা চালিয়ে যাবে।
তিনি বলেন, "২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয়টি ব্যাচে মোট ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে পাঠিয়েছে।"
মিয়ানমার সরকার বাকি সাড়ে ৫ লাখ রোহিঙ্গার নাম দ্রুত যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে বলে বাংলাদেশকে জানিয়েছে বলে জানান খলিলুর রহমান।

For all latest news, follow The Financial Express Google News channel.