Bangla
2 days ago

শারমীন এস মুরশিদের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বুধবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শারমীন মুরশিদ বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও নিবিড়। বিশেষ করে নারী, শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ভান্ডারীও ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন