প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
‘কমপ্লিট শাটডাউন’সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি বলেন, আমদানি-রপ্তানি স্থবির হওয়ায় ব্যবসায়ী নেতাদের অনুরোধ ও সরকারের প্রতিশ্রুতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার গঠিত পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিকে তারা স্বাগত জানিয়েছেন।
বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী জানান, আন্দোলনকারীদের দাবিগুলো বুঝে সরকার ও ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন যে যৌক্তিক সংস্কার হবে এবং এনবিআরের স্বাধীন কাঠামো নিয়ে আলোচনা চলবে।
এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়। এনবিআর চেয়ারম্যানও এতে উপস্থিত ছিলেন।