Bangla
9 hours ago

সাভারে কিশোর গ্যাংয়ের হাতে ব্যবসায়ী খুন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আশুলিয়ায় মাদক ব্যবসার অভিযোগে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। 

নিহত মমিন ইসলাম (৩২) আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল এলাকার বাসিন্দা। ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ওই এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা চালাতেন।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং লিডার রুবেল মমিনকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার জন্য চাপ দিচ্ছিল কিন্তু সে বারবার তা প্রত্যাখ্যান করেছে।

এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে দক্ষিণ বাইপাইল এলাকা থেকে দোকানে যাওয়ার পথে ধারালো অস্ত্রে সজ্জিত গ্যাংয়ের প্রায় ৩০ জন সদস্য তাকে শারীরিকভাবে আহত করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যার পরপরই ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, অন্যদের ধরতে অভিযান চলছে। 

শেয়ার করুন