Bangla
14 hours ago

সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পে ৩ কোটি টাকার দুর্নীতি, ১০ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সাভারের ৫০ শয্যার ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিলারি ফ্যাসিলিটিজ প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৩২ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, কমিশন এ অনুমোদন দিয়েছে।

চার্জশিটভুক্ত আসামির মধ্যে রয়েছেন প্রকল্প পরিচালক আ ন ম রোকন উদ্দিন ও মো. হারুন-অর-রশীদ, আইএসিআইবির সাবেক নির্বাহী পরিচালক ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য আনোয়ারুল হক, সদস্য খাজা আব্দুল্লাহ আল ফুয়াদ, এবং সদস্য সচিব সাব্বির ইমাম।

এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান রাকাব ট্রেড করপোরেশনের প্রোপ্রাইটর হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের প্রোপ্রাইটর হেলাল উদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কাজী মো. বোরহান সাকেদ মামুন, এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জহিরুল হায়দারও মামলার আসামি হয়েছেন।

গত ২২ এপ্রিল দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর উপসহকারী পরিচালক মাহমুদা আক্তার তদন্ত পরিচালনা করেন।

দুদকের তদন্তে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সনদ, পে-অর্ডার এবং অভিজ্ঞতা সনদপত্র দাখিল করে হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ পান।

পরবর্তীতে তারা টেন্ডারের শর্ত পূরণ না করেই এবং ভবন হস্তান্তর ছাড়াই ২ কোটি ৮১ লাখ ২০ হাজার ২৪ টাকা আত্মসাৎ করেন। এছাড়া হাসপাতালের জন্য অনুমোদিত চারটি আইটেমের কোনো মালামাল সরবরাহ না করেও ৫০ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকার বিল তৈরি করে অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকের তদন্তে উঠে এসেছে, আসামিরা মোট ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা আত্মসাৎ করেছেন।

শেয়ার করুন