Bangla
a day ago

সদ্যবিদায়ী জুনে দেশে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সদ্যবিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স। 

আজ মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ২১ বিলিয়ন ডলার বা ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে। 

শেয়ার করুন