Bangla
3 days ago

শীঘ্রই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চলতি বছরের শেষের মধ্যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধিতে সহায়তা আশা করছে। 

আজ শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন এবং চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়িক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বৈঠকে চামড়া, চিনি, পোশাকজাত দ্রব্য, কৃষি ও খাদ্যপণ্যসহ বিভিন্ন আমদানি-রপ্তানি বিষয়ক ইস্যু আলোচনা করা হয়।

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসা শক্তিশালী করা। তিনি বলেন, “সরকার সম্ভব মতো যত বেশি দেশে সম্ভব শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায়।”

পাকিস্তানি মন্ত্রী চট্টগ্রাম বন্দর এবং বিভিন্ন কারখানাও পরিদর্শন করেন, যেখানে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন