শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন দাখিলের সময় ১২ মে
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে পুলিশ সে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৫ এপ্রিল আদালত শেখ হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে রয়েছেন— গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, শফি উল হক, পরিচালক কামরুল ইসলাম, পরিচালক নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আসামিদের মধ্যে শেখ হাসিনা, জয়, সাইফুল ইসলাম, পূরবী গোলদার, আনিছুর রহমান, নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ, নায়েব আলী শরীফ, খুরশীদ আলম, শরীফ আহমেদ, শহীদ উল্লা খন্দকার এবং ওয়াছি উদ্দিন—দুইটি মামলায় অভিযুক্ত।