সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে: জামায়াত নেতা তাহের

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সমঝোতার উদ্যোগের অংশ হিসেবেই জামায়াতের নেতারা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয়। এর আগে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গেও বৈঠক করেন। জামায়াত নেতা তাহের জানিয়েছেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দেওয়ার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। তারই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ না করতে পারলে পদে থাকার অর্থ নেই।
এই পরিস্থিতিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

For all latest news, follow The Financial Express Google News channel.