Bangla
4 months ago

শফিক রেহমানের কাছে ফিরে গেল দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান পুনরায় দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে জাতীয় এই দৈনিকের ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছিল। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান অভিযোগ করেছিলেন যে, অনুমোদিত প্রেস থেকে দৈনিক যায়যায়দিন মুদ্রিত হয়নি, অথচ প্রিন্টার্স লাইনে ভুল তথ্য দেওয়া হয়েছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার পত্রিকাটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অভিযোগের সত্যতা পাওয়ায় এর মুদ্রণের অনুমোদন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।

প্রশাসনের আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশনায় ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর ১০ ধারা লঙ্ঘন হয়েছে। এর ফলে পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়।

শেয়ার করুন