Bangla
9 days ago

সফল কৌশলে মূল্যস্ফীতিতে বড় ধরনের স্বস্তি: প্রেস সচিব

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নীতি ও কৌশলের ফলে দেশে দ্রুতই মূল্যস্ফীতি কমছে।

আজ সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপের কারণে জুন ২০২৫ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় দুই শতাংশ পয়েন্ট কম।

শফিকুল আলম আরও জানান, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরে সবচেয়ে কম। পাশাপাশি খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমতে শুরু করেছে এবং তা ভবিষ্যতে আরও দ্রুত হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন