শহীদরা বৈষম্যবিরোধী বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন: চীফ প্রসিকিউটর
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ নয় বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, "শহীদদের আত্মত্যাগ ক্ষতিপূরণের জন্য নয়; তারা একটি ন্যায্য ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে কারও রাজনৈতিক অভিপ্রায় ছিল না, তবু তারা আমাদের আতঙ্কময় বাস্তবতা থেকে মুক্তির পথ দেখিয়েছেন। শহীদ পরিবারগুলোকে বলবো—কাউকে সাহায্যের জন্য অনুরোধ করবেন না, আপোষ করবেন না। এটি জাতি ও রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
বিচার নিয়ে শহীদ পরিবারের ক্ষোভের প্রতি উত্তরে তিনি বলেন, গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও আমাদের অগ্রগতি আমাদের তদন্ত রিপোর্ট ছয় মাসের মধ্যে দাখিল করেছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেয়া হবে। তা সরাসরি সম্প্রচার করা হবে।