প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে নেপালজুড়ে বিক্ষোভ সহিংস ছড়িয়ে পড়ার ঘটনায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানান, দেশব্যাপী বিক্ষোভে হতাহতের ঘটনার পর নৈতিক দায় স্বীকার করে রমেশ লেখক পদত্যাগ করেছেন।
স্থানীয় গণমাধ্যম অনলাইন খবর-কে রমেশ লেখক বলেন, “সোমবারের বিক্ষোভে অনেক মানুষের প্রাণ গেছে। এ ঘটনার নৈতিক দায়িত্ব আমার ওপর বর্তায়। নৈতিকতার খাতিরে আমি পদে থাকতে চাই না।”
এর আগে প্রথমে নেপাল সরকারের ফেসবুক, ইউটিউব ও এক্সসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়ার জের ধরে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দুর্নীতিবিরোধী আন্দোলনের রূপ নেয়।