প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এ তথ্য জানান তিনি। অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানান তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বর্তমানে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়, সাসেক্স বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন।