Bangla
2 days ago

শিক্ষাপ্রতিষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 

পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৪ সালের প্রজ্ঞাপনের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক স্ট্র, স্টারার, ব্যানারসহ বিভিন্ন এসইউপি সামগ্রী বন্ধে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বিকল্প হিসেবে কাগজ, কটন ও জুট ফেব্রিকের সামগ্রী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন—ফাইল-ফোল্ডারে কাগজ বা পরিবেশবান্ধব উপাদান, পানির বোতলে কাঁচের ব্যবহার, লেমিনেটেড দাওয়াতপত্র পরিহার এবং প্লাস্টিক কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহারের কথা বলা হয়েছে।

শেয়ার করুন