Bangla
11 days ago

শিক্ষার্থীদের বিক্ষোভে মাইলস্টোন কলেজে ৭ ঘণ্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের আরও দুই সদস্য টানা সাত ঘণ্টা ধরে কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে রয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে বিমান দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে মাইলস্টোন কলেজে যান তারা। কিন্তু সেখানে পৌঁছানোর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েন।

দুই উপদেষ্টা একাধিকবার শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দিলেও তারা তা প্রত্যাখ্যান করে। ফলে দীর্ঘ সময় ধরে কলেজ ক্যাম্পাসেই আটকে থাকেন উপদেষ্টারা। জানা গেছে বিকেল সোয়া ৫টা নাগাদ  তারা কলেজের ৫ নম্বর একাডেমিক ভবনে অবস্থান করছিলেন।

এদিকে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনের মূল ফটক ও গোলচত্বরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। তারা অভিযোগ করছেন, প্রকৃত নিহতের সংখ্যা গোপন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা দাবি করছেন, যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে, তাদেরকে ঘটনাস্থলে এসে ক্ষমা চাইতে হবে।

অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোরেল ডিপো, গোলচত্বর ও কলেজ প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন