Bangla
3 days ago

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কায় সতর্কতা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সিরাজগঞ্জে উজান থেকে নেমে আসা পানির ঢল এবং ভারী বর্ষণের ফলে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে।  

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে পানি স্তর ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা থেকে ১৪৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি তৃতীয়বারের মতো পানি বৃদ্ধির ঘটনা এবং এরই মধ্যে কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি ও সিরাজগঞ্জ সদরসহ পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্রভাবিত হয়েছে।

বিভিন্ন কৃষি জমি ও বাড়িঘর নদী ভাঙনে হারিয়ে স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক অঞ্চলে পাট, আখ ও মটরশুঁটির ফসল পানিতে ডুবে গেছে, পাশাপাশি ঝুঁকিপূর্ণ চর এলাকায় ভাঙন বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভাঙন প্রবণ এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আগামী কয়েক দিনে নদীর পানি বাড়তে পারে, তবে বর্তমানে বড় ধরনের বন্যার কোনো তৎক্ষণিক আশঙ্কা নেই।

শেয়ার করুন