প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর ভরসা রাখতে পারছে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ মন্তব্য করেছেন।
সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে এক বৈঠকে কাৎজ বলেন, আহমেদ আল শারা জিহাদি গোষ্ঠীর ওপর নির্ভরশীল এক নেতা, যিনি ভবিষ্যতে এই গোষ্ঠীগুলোকেই সংখ্যালঘুদের পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। তিনি বলেন, বাশার আল আসাদের মতো সিরিয়ার নতুন সরকারের ওপরও ইসরাইলের আস্থা নেই।
প্রসঙ্গত, চার দশকের একনায়কতন্ত্রের পতনের পর গেল ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় আসে আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এক বছরও পেরোয়নি, তার আগেই দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদা জ্বলছে সাম্প্রদায়িক সংঘর্ষে।
দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরাইল। টানা কয়েকদিনের সংঘাতের পর শনিবার দুইপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এই সংকটময় মুহূর্তে সিরীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবিরতিতে সকল পক্ষের পূর্ণ সহযোগিতার আহবান জানান তিনি।
তিনি বলেন, ‘স্থানীয় গোত্রগুলোর সাহসিক অবস্থানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তবে আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেনো তারা পুরোপুরি যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং সরকারের নির্দেশনা মেনে চলে।’