Bangla
13 days ago

সিভিল এভিয়েশন একাডেমির ‘আইসিএও ট্রেইনএয়ার প্লাস সিলভার’ পদক লাভ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় সম্প্রতি অনুষ্ঠিত আইসিএও গ্লোবাল সাপোর্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোজিয়ামে  ‘আইসিএও  ট্রেইনএয়ার প্লাস সিলভার’সনদ লাভ করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত  অনুষ্ঠিত চারদিন ব্যাপী এ সিম্পোজিয়াম-এ  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান  এর নেতৃত্বে সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন এয়ার কমডোর শাহ কাওছার আহমেদ চৌধুরী ও পরিচালক সিভিল এভিয়েশন একাডেমি জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী অংশগ্রহণ করেন।

উক্ত সিম্পোজিয়ামে আইসিএও-এর সদস্যভুক্ত ২০ টি দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, প্রায় শতাধিক দেশের সিভিল এভিয়েশন এর সংস্থার প্রধান নির্বাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য এ সিম্পোজিয়াম এ বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন মন্ত্রীবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত  বৈঠকে সদস্য রাষ্ট্রের করণীয় নির্ধারণ করা হয়।

শেয়ার করুন