Bangla
6 days ago

সক্রিয় লেনদেনে ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সোমবারের ঊর্ধ্বমুখীতার ধারাবাহিকতায় দিনের প্রথমভাগে ফের উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার। 

আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৪৬ মিনিটে  যখন এই প্রতিবেদন তৈরি করা হয় তখন দুই ঘণ্টা চল্লিশ মিনিট লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২ পয়েন্ট বা শূণ্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭৪ পয়েন্টে পৌঁছায়। 

৩০ টি ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৩৮ দশমিক ৫৭ পয়েন্টে। অন্যদিকে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৯৭ পয়েন্টে।

বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক লেনদেনের পরিমাণ এ সময়ে ছিল ৩৫৫ কোটি টাকা।

এদিন মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, এর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, ১৯৯টির দাম কমেছে এবং ৪৮টির কোনো পরিবর্তন হয়নি।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারে, যার মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা।

farhan.fardaus@gmail.com

 

শেয়ার করুন