সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব: পরিবেশ উপদেষ্টা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব।
তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু নীতি বা কর্মপরিকল্পনার বিষয় নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও বেসরকারি খাতকেও একসঙ্গে কাজ করতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও উল্লেখ করেন, জনগণের নিরলস ভূমিকা দেশের পরিবেশ সংরক্ষণে সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
তিনি শালবন পুনরুদ্ধার, হাতির করিডোর সংরক্ষণ এবং জিরো সয়েলসহ সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরেন এবং বলেন, বর্তমানে ঢাকায় আগের চেয়ে অনেক বেশি সবুজায়ন ঘটেছে। ছাদবাগান এখন প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়, যা মানুষের প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন। এই আত্মিক সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহ-সভাপতি শাহজাহান মৃধা বেনু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।