Bangla
3 days ago

সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহারের নির্দেশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে বর্তমানে কোনো গভীর সঞ্চালনশীল মেঘমালা না থাকায় সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে প্রদত্ত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৩ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই। সেই কারণে পূর্বের দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন