সংকট সমাধানের ‘ভালো উপায়’ নির্বাচিত সরকার: মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নির্বাচিত সরকারকে সংকট সমাধানের ‘ভালো উপায়’ মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থার মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, “এই যে সমস্যার কথা বললেন, সমাধানের পথ কী? এটা আমার ব্যবস্থার ওপর নির্ভর করবে।
“আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠ নির্বাচন করতে পারি, সুষ্ঠ নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারব।”
নির্বাচনকেই আপাতত ভালো উপায় মনে করছেন তিনি। “আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তবা কিছুটা সমস্যার সমাধান করতে পারবো।”
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্তৃত্ববাদী শাসনকে চিরতরে বিদায় করতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
প্রায় সাড়ে পাঁচ মাসের সংলাপে মৌলিক কিছু সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হলেও রাষ্ট্রের মূলনীতি, আইনসভায় নারী প্রতিনিধিত্বসহ আরও কয়েকটি বিষয়ে ভিন্নমত এসেছে।
এ অবস্থায় জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার কাজ চলছে। ইতোমধ্যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তবে নতুন সংবিধান প্রণয়নে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দাবি করে আসছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
অন্যদিকে বিএনপি জাতীয় নির্বাচনের বিষয়ে সোচ্চার। এর সঙ্গে অন্য দাবি নিয়ে আসাকে নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছে দলটি।