Bangla
2 days ago

সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার সংস্কার, বিচার ও নির্বাচন- এই তিনটি বড় ও জটিল দায়িত্ব নিয়ে কাজ করছে।

শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দায়িত্ব মোটামুটি তিনটি, আর তিনটিই অত্যন্ত কঠিন। একটি হলো সংস্কার, অন্যটি বিচার, এবং আরেকটি নির্বাচন।”

তিনি বলেন, “আমরা বলেছি, ক্ষমতা নয় বরং দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পালন তখনই সম্ভব হবে যখন সবাই সহযোগিতা করবে। এটি একটি জাতীয় দায়িত্ব।”

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই সময়ের একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই। তাই এ নিয়ে বিভ্রান্তিকর কিছু বলারও সুযোগ থাকা উচিত নয়।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবিদাওয়া নিয়ে মানুষ রাস্তায় বসে পড়ছে, ফলে ঢাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আমরা চিন্তা করছি, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়। প্রত্যাশা আর বাস্তবে দায়িত্ব পালনের মধ্যে পার্থক্য আছে।”

তিনি বলেন, “মানুষের প্রত্যাশা রয়েছে আমরা কাজ করছি কি না—এটাই আমাদের একমাত্র চাপ। এর বাইরে কোনো রাজনৈতিক চাপ নেই। আমরা দায়িত্ব পালন করতে পারলে এখানে থাকা যৌক্তিক, না পারলে নিজের জায়গায় ফিরে যাবো।”

তিনি জানান, “আমরা অনেক প্রতিকূলতার মধ্যেও অগ্রগতি করেছি। সংস্কার কমিশন গঠন হয়েছে, তারা প্রতিবেদন দিয়েছে। রাজনৈতিক দলগুলো সে রিপোর্টের আলোকে একমত হওয়ার প্রক্রিয়ায় আছে। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে—আমরা সময় নির্ধারণ করে দিয়েছি।”

বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আগে একটি ট্রাইব্যুনাল ছিল, এখন দুটি। এই ট্রাইব্যুনালগুলোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।” 

শেয়ার করুন