Bangla
3 days ago

সন্ত্রাসে ছাড় নয়, পারমাণবিক হুমকি সহ্য করবে না: মোদি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসের সদর দফতর ধ্বংস করে দিয়েছি। কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না।”

সোমবার (১২ মে) রাত ৮টায় দেওয়া এ ভাষণে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।”

তিনি জানান, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কেবল সন্ত্রাস দমন ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।

মোদি বলেন, “অপারেশন সিন্দুর আমাদের মায়েদের জন্য উৎসর্গ। যারা সিঁদুর মোছে তাদের জঙ্গিরা আজ পরিণাম বুঝেছে।”

এর আগে তিনি তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে নিরাপত্তা বৈঠক করেন। এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন দুই দিন আগে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও তা ভঙ্গের অভিযোগ তোলা হয়।

শেয়ার করুন