প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে দল। যদিও তিনি ৭ দিন সময় চেয়েছিলেন।
সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়।
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে ৭ দিন সময় চাওয়া হলেও দল ২৪ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আগে, ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তাকে কারণ দর্শনোর জন্য নোটিশ পাঠানো হয়েছিল।
এতে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শোকজের জবাব জমা দিতে।