
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল পুনঃখনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন সরানোর কাজের কারণে আগামীকাল সোমবার (৭ জুলাই) বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রোববার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া এবং কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের অঞ্চলে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এ সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

For all latest news, follow The Financial Express Google News channel.