প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ মেরামতের জন্য সোমবার বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস।
১৯ এপ্রিল থেকে আবার ট্রেনটি যথারীতি চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সন্ধ্যায় কুমিল্লার হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। তাতে ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আহত হন অন্তত পঞ্চাশ যাত্রী।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় ট্রেনের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
“আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক তৈরি করে ১৯ এপ্রিল সকাল ৮টার সময় আবার ঢাকা ছেড়ে যাবে সোনার বাংলা এক্সপ্রেস।”
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।