প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৪ মে) রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ দূতাবাস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
বৈঠকে আসিফ নজরুল সৌদির ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপসহ বিভিন্ন মেগা ইভেন্টে দক্ষ জনশক্তির প্রয়োজন মেটাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের প্রস্তাব দেন।
এছাড়া, তিনি সৌদিগামী কর্মীদের জন্য অনলাইন নিয়োগ চুক্তি, কর্মক্ষেত্রের সুযোগ ও নিয়োগকারীর সক্ষমতা যাচাই এবং আগেভাগে শ্রম আইন ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ নিশ্চিত করার কথাও বলেন। সৌদিগামী কর্মীদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র বরাদ্দ রাখার আগ্রহ প্রকাশ করেন এবং সৌদিতে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে প্রশিক্ষণদানে সক্ষম করতে টিটিসির প্রশিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাবও দেন।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা।
ড. আসিফ নজরুল বলেন, উন্নয়নশীল দেশগুলোতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখতে ব্যয় বাড়লেও শ্রমিকরা যথাযথ মূল্য না পাওয়ায় জীবনমান উন্নত হচ্ছে না। তিনি অনানুষ্ঠানিক খাতে কর্মরত অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন।
এছাড়া, তিনি প্রবাসী কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং টেকসই কর্মসংস্থানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ত্রিশ লাখের বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠেয় যৌথ সভাগুলোতে অংশগ্রহণ ও বাংলাদেশ সফরের জন্য সৌদি মন্ত্রীকে আমন্ত্রণ জানান।