
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সৌদি আরবের বেশ কিছু শহর মুষলধারে বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে, যা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় আবহাওয়া অফিস দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে। এর মধ্যে মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় ‘হাই রেড অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাজানে কিছুটা কম সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
রেড ক্রিসেন্টসহ উদ্ধারকারী সংস্থাগুলো জরুরি প্রস্তুতি নিয়েছে। রেড ক্রিসেন্ট তাদের অ্যাম্বুলেন্স সেবা ও দ্রুত হস্তক্ষেপের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে।
সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি উপত্যকা, নিম্নাঞ্চল এবং পানিবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.