Bangla
2 days ago

শপথ চেয়ে এখনও রিট করেননি: ইশরাক হোসেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রবিবার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কোর্টে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো রিট পিটিশন দায়ের হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে কেবল একটি এন্ট্রি করা হয়েছে, সেটি রিট নয়।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে তাকে রিটকারী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হলে তিনি এ ব্যাখ্যা দেন।

শেয়ার করুন