Bangla
2 days ago

সড়ক অবরোধ না করার আহ্বান ডিএমপির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জনসাধারণের ভোগান্তি এড়াতে কোনো ধরনের আন্দোলনের জন্য সড়ক অবরোধ না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, হঠাৎ করে সড়ক অবরোধের কারণে শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, বিদেশগামী যাত্রী এবং রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগ যানজট কমাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও অহেতুক সড়ক অবরোধে নগরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। তাই সবার প্রতি অনুরোধ, নগরবাসীর স্বার্থে যেন কেউ অহেতুক রাস্তা বন্ধ না করে।  

শেয়ার করুন