Bangla
4 days ago

সরকার গঠন করলে বেকার ভাতা চালু করবে বিএনপি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সরকার গঠন করলে বিএনপি দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য বেকার ভাতা চালু করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আমরা যেটা চেষ্টা করছি, যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার। এটা এক বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকারেরাও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবেন।’

আজ বুধবার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তকরণ’ বিষয়ক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জুলুম করে নয়, বরং বিএনপি প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করেই 'প্রতিশোধ' নিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

এর পাশাপাশি, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া ও এর পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। 

কর্মশালায় বক্তব্য দেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

শেয়ার করুন