প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সোমবার (২৬ মে) সচিবালয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন কর্মকর্তারা ও কর্মচারীরা। সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় উত্তাল হয়ে ওঠে বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীদের উপস্থিতিতে।
সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এবং মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এর কিছু সময় পর, এই আন্দোলনে যুক্ত হন পরিষদের আরেকটি অংশ, যাদের নেতৃত্বে ছিলেন মো. নূরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম।
বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মচারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন সচিবালয় চত্বর। তাদের কণ্ঠে ছিল: ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর’, ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান।
বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা নিজেদের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত রেখে আন্দোলনে অংশ নিচ্ছেন, ফলে ক্রমেই বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েই চলেছে।
প্রসঙ্গত, সম্প্রতি সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যেখানে চারটি ধরনের শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েই একজন সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে গত রোববার (২৫ মে) সন্ধ্যায় এ অধ্যাদেশ জারি করা হয়।