Bangla
8 months ago

স্থগিত করা হলো থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলন

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

স্থগিত করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার বিমসটেক সচিবালয় ও থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। 

থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই থাই পররাষ্ট্র মন্ত্রণালয় অনানুষ্ঠানিকভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এরই মধ্যে এ ব্যাপারে সদস্য দেশগুলোকে অবগত করেছে দেশটি। 

তবে আগামী কয়েক মাসের মধ্যেই আবার এ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ড। 

এ বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। এই শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার মধ্যমেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বিদেশ সফর শুরু করতেন ড. মুহাম্মদ ইউনূস। 

কূটনৈতিক সূত্রগুলোর তথ্যমতে,  সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। 

শেয়ার করুন