প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জগাখিচুড়ি অবস্থার মধ্যে দিয়ে কোনো রাষ্ট্র চলতে পারে না। তিনি অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছেড়েছেন, তা সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সম্ভব নয়। কোনো বাহিনীর সহায়তা ছাড়া কারো পক্ষে পালানো সম্ভব নয়। শুধু কিশোরগঞ্জের এসপিকে সরিয়ে এ ঘটনার দায় এড়ানো যাবে না।
আজ শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমি মাঠে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ সরকারের শাসনামলে বহু আওয়ামী লীগ নেতা ছিলেন, যাদের আর দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দেশে তাদের অবস্থান দেখা যাচ্ছে। তারা কীভাবে দেশত্যাগ করলেন, সেটিও তদন্ত করা উচিত।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান, কৃষকদলের মাহবুবুল আলম মামুন, ছাত্রদল নেতা আব্দুল মজিদ, মোক্তার হোসেনসহ আরও অনেকে।