Bangla
10 days ago

শুক্রবার নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিতরণ লাইনের নির্মাণকাজের কারণে আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের জন্য ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ একটি গ্যাস বিতরণ লাইন স্থাপন করা হবে। এ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

শেয়ার করুন