প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
পাশাপাশি ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ফাউন্ডেশনটির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
দুদকের তদন্তে আরও উঠে এসেছে, অর্থ আত্মসাতের কাজে পুতুলকে সহায়তা করেছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান, এবং বিভিন্ন পর্যায়ের অন্তত ৩৫ জন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি।
চলতি বছরের জানুয়ারিতে সূচনা ফাউন্ডেশনের কার্যক্রম খতিয়ে দেখতে ধানমন্ডির সুধাসদনে অভিযান চালায় দুদক। ফাউন্ডেশনটি বিভিন্ন ঠিকানা ব্যবহার করলেও, কোনোটিতেই প্রতিষ্ঠানটির কার্যকর অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও সরাসরি কার্যক্রমের অস্তিত্ব মেলেনি, তবু গত সাত মাসে সংগঠনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, কর ফাঁকি এবং নানামুখী দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ হাতে পেয়েছে দুদক।